বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সংস্কার পরিষদের সদস্যরা ৮ দফা দাবি জানিয়ে বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। ১৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। মূল দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. বর্তমান নির্বাহী কমিটির পদত্যাগ। ২. প্রকৃত সদস্যদের যোগ্যতা নিরীক্ষা করে ভুয়া বা প্রক্সি সদস্যদের অপসারণ। ৩. ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান। ৪. প্রেসিডেন্টস ফোরামের বিলুপ্তি। ৫. গঠনতন্ত্রের পুনর্গঠন এবং বৈষম্য দূর করা। ৬. নিরপেক্ষ সংস্কার কমিটির মাধ্যমে নতুন গঠনতন্ত্র প্রণয়ন। ৭. ছাত্র ও তরুণদের উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ হিসেবে গড়ে তুলতে বেসিসের স্টুডেন্ট বডিকে সক্রিয় করা। ৮. ইসি সদস্যদের একমাত্র দায়িত্ব হবে সদস্যদের স্বার্থ রক্ষা করা, ব্যক্তিগত স্বার্থে কাজ করা নয়।
সংবাদ সম্মেলনে বেসিসের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং নির্বাচন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগও আনা হয়েছে।